নিম্নবর্ণিত শর্তে এ সংগঠনের সদস্য হওয়া যাবে:

১| আজীবন সদস্য:
তাকে এস. এম. মডেল গভঃ হাইস্কুল, গোপালগঞ্জ থেকে এস এস সি পরীক্ষায় অংশ
নিয়ে কৃতকার্য হতে হবে ।

২| সম্মানসূচক সদস্য:
(ক ) যিনি এস. এম. মডেল গভঃ প্রাইমারি ও হাইস্কুল, গোপালগঞ্জ এ কমপক্ষে ৩
(তিন) বছর অধ্যয়ন করেছে যার মধ্যে হাই স্কুলে কমপক্ষে ১ (এক) বছর অধ্যয়ন করেছে; বা
(খ) যিনি এস. এম. মডেল গভঃ হাইস্কুল, গোপালগঞ্জ এ কমপক্ষে ২ (দুই) বছর অধ্যয়ন করেছে ।
(গ ) উভয় ক্ষেত্রেই তাকে অন্য যে কোন প্রতিষ্ঠান থেকে এস এস সি বা সমমান পরীৎায় অংশ নিয়ে
অবশ্যই কৃতকার্য হতে হবে ।
(ঘ ) বিশেষ সদস্য: এস. এম. মডেল গভঃ হাইস্কুল, গোপালগঞ্জ এর সকল প্রাক্তন/বর্তমান শিক্ষক।
(ঙ) দাতা সদস্য: এস. এম. মডেল গভঃ হাইস্কুল, গোপালগঞ্জ এর সকল প্রাক্তন শিক্ষার্থী ও গোপালগঞ্জ জেলার
সকল অধিবাসী।
বি: দ্র : আজীবন সদস্যপদের যোগ্যতাসম্পন্ন দাতা সদস্য আজীবন সদস্যের সকল সুবিধার যোগ্য হবেন।

৩। সদস্য ভর্তির নিয়মাবলী
সংগঠন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে নির্ধাতিত ভর্তি ফি বা পরবর্তিতে পুন:নির্ধারিত
ভর্তি ফিসহ কার্যনির্বাহী পরিষদ বরাবরে জমা দিতে হবে। ফির পরিমান:
(ক) আজীবন/ বিশেষ সদস্য এককালিন ২,০০০/- (দুই হাজার টাকা )
(খ) সম্মানসূচক সদস্য এককালিন ৫,০০০/- (পাঁচ হাজার টাকা )
(গ) দাতা সদস্য এককালিন সর্বনিমè ৫০,০০০/-( পঞ্চাশ হাজার টাকা )
(ঘ ) কার্যনির্বাহী পরিষদের সভায় যোগ্যতা অনুযায়ী সদস্যপদের আবেদনপত্র মঞ্জুর করা হবে।
(ঙ) ভর্তি ফি নগদ বা ইলেকট্রনিক ফান্ড ট্রাšসফার/টিটি/ডিডি/পে-অর্ডার আকারে সংগঠনের ব্যাংক হিসাবে
পরিশোধ করতে হবে।

৪| সদস্যপদ বাতিলের নিয়মাবলী:
নিম্নলিখিত কারণে একজন সদস্যের সদস্যপদ বাতিল হতে পারে:
ক । স্বেচছায় পদত্যাগ করলে।
খ । পাগল কিংবা দেউলিয়া সাব্যস্থ হলে।
গ । গঠনতন্ত্রের পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত হলে।
ঘ। রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কাজে অংশগ্রহণ করলে।
ঙ। সংগঠন থেকে বেতন, ভাতা, সম্মানী বা কোন প্রকার আর্থিক সুবিধা গ্রহণ করলে।
চ। মৃত্যুবরণ করলে।

সদস্যপদ পুনঃলাভের পদ্ধতি:
সদস্যপদ হারানোর পর উপযুক্ত জবাব লিখিতভাবে সভাপতি/সাধারণ সম্পাদক এর কাছে পেশ করতে হবে।
সভাপতি/সাধারণ সম্পাদক ঐ জবাব কার্যনির্বাহী পরিষদের সভায় পেশ করবেন। সভায় ২/৩ (দুই-তৃতীয়াংশ) সদস্য তা
অনুমোদন করলে পুনরায় সদস্যপদ লাভ করা যাবে।