সুধী কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আগামী ০৬ নভেম্বর ২০২১, শনিবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা পুলিশহেডকোয়াটার্স এর কনফারেন্স হলে জেমসার সভাপতি মহোদয়ের সভাপতিত্বে জেমসার কার্যনির্বাহী পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ করা হলো।

উক্ত কার্যনির্বাহী পর্ষদের সভায় আপনার উপস্তিতি নিশ্চিত করতে আগামী তারিখ দুপুর ২ ঘটিকার মধ্যে GIM (স্পেস) 1 অথবা যদি সঙ্গে ড্রাইভার থাকে তাহলে GIM (স্পেস) 2 লিখে 26969 নম্বরে এস এম এস করুন।

ধন্যবাদান্তে- এম. বি. সাইফ, সাধারণ সম্পাদক, জেমসা।